কন্টাই কো–অপারেটিভ ব্যাংকের পর এবার মেদিনীপুর বিদ্যাসাগর কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আজ তলবি সভায় ১৪ জন বোর্ড অফ ডিরেক্টরই শুভেন্দুকে বাদ দেওয়ার পক্ষে সহমত হয়।
উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখ বোর্ড অফ ডিরেক্টরের ৬জন সদস্য ব্যাংকের সচবিরের কাছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল। শুভেন্দু অধিকারীকে মিটিংয়ে ডাকা হলেও তিনি আসেননি। আজ সর্বসম্মতিক্রমে ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে শুভেন্দু অধিকারীকে সরানো হয়।
আপাতত ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার ঘোষ ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন। তাদের বক্তব্য, দীর্ঘ একবছর শুভেন্দু অধিকারী ব্যাংকে আসছিলেন না। ব্যাংক পরিচালনার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি শুভেন্দুকে সরানোর জন্য শুভেচ্ছা জানিয়ে যান।