সৌন্দর্য নষ্ট করে মুখের কালো দাগ। নানা কারণে মুখে দাগ পড়ে। আর একবার দাগ পড়ে গেলে এর থেকে সহজে মুক্তি পাওয়া সম্ভব হয় না। আবার অনেকেই ব্যস্ততার কারণে সঠিকভাবে এর যত্নও নিতে পারেন না। তাই ব্যস্ততার মাঝে ঘরোয়া পদ্ধতিতে সারা মুখের কালো দাগ দূর করুন। চলুন তবে জেনে নেয়া যাক উপায় সম্পর্কে-
১। এক চা চামচ কমলার খোসার সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে নিন। এবার দাগের ওপর লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। টানা চার থেকে পাঁচ দিন এই মিশ্রণটি লাগালে ত্বকের দাগ দূর হবে।
২। ১/২ চা চামচ মসুরের ডাল আর ১/২ চা চামচ বেসনের সঙ্গে ডিমের কুসুম ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। পুরো মুখে ১৫ মিনিট লাগিয়ে অপেক্ষা করুন। এতে মুখের ছোপ ছোপ দাগ দূর হবে।
৩। ডাবের জল ফ্রিজে রেখে বরফ করে নিন। এবার ঘুমানোর আগে দাগের ওপর সেই বরফের টুকরো ঘষে নিন।
৪। পাকা পেঁপে ত্বকের দাগ দূর করতে বেশ কার্যকর। এর সঙ্গে দুধ ও মধু মিশিয়ে নিন।
৫। পুদিনাপাতার পেস্ট দাগের ওপর লাগিয়ে রাখলে মুখের দাগ দ্রুত দূর হবে।