গরমে কমবেশি সবাই চুল ঘামার সমস্যায় পড়েন।বিশেষ করে যাদের চুল লম্বা তাঁদের সমস্যা একটু বেশিই হয়। সেই ঘাম বসে গিয়ে জ্বর বা সর্দি হওয়ার সম্ভাবনা তৈরি হয়।যেখানেই তাপ আছে সেখানেই ঘাম আর এই ঘামই চুল চিটচিটে বা তৈলাক্ত হয়ে যাওয়ার প্রধান কারণ। এই সময় চুলের যত্ন না নিলে চুলের অনেক ক্ষতি হয়ে যায়।
গরমকালে প্রাকৃতিক ভাবেই তাপমাত্রা বেশি থাকে।তাই চেষ্টা করুন,এ সময়ে এমন কোনও হেয়ার স্টাইল না করতে,যাতে হিট দিতে হয়।
নারকেল তেল বা অলিভ অয়েল অল্প গরম করে তা ভালো করে চুলের গোঁড়ায় ম্যাসাজ করুন।তারপরে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।চুল এতে নরম থাকে।এছাড়াও চুল পড়া কমাতে আমলকীর রস ও ক্যাস্টর অয়েল নারকেল তেলের সাথে মিশিয়ে চুলের গোঁড়ায় মালিশ করুন।গরমে চুলের যত্ন নিতে গিয়ে তেলকে বাদ দিলে হবে না।
যাদের প্রতিদিন বাইরে যেতে হয় তাদের অবশ্যই প্রতিদিন চুলে শ্যাম্পু করতে হবে এবং শ্যাম্পু করে কন্ডিশনার লাগানো উচিত।
এই গরমে আ্যলোভেরা মাথা ঠাণ্ডা রাখতে সাহায্য করবে এবং এটি চুল পড়াও কমাবে।স্নানের আগে আ্যলোভেরার রস লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করে চুল ধুয়ে নিতে পারেন।এছাড়াও আ্যলোভেরার রস,মেথি গুঁড়া,ও ত্রিফলা একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগাতে পারেন।এতে চুল পড়া কমাতে সাহায্য করবে এবং চুলের স্বাস্থ্য ভালো করবে।
এই গরমে চুল আঁটসাঁট করে না বেঁধে পাঞ্চ ক্লিপে হালকা করে আটকে নিন।আর এমন হেয়ার স্টাইল করুন যেটি গরমের সময় আরামদায়ক হবে। যত্ন নিতে রোদে বাইরে বের হলে অবশ্যই ছাতা বাঁ স্কার্ফ ব্যবহার করতে চুল কড়া রোদ ও অতিরিক্ত ধুলোবালি থেকে রক্ষা পাবে।এই টিপস গুলো মেনে চললে গরমে আপনার চুল দেখাবে সুস্থ ও উজ্জ্বল!