ত্বক সুস্থ রাখতে কেমিক্যাল সমৃদ্ধ প্রসাধনী যত কম ব্যবহার করবেন ততই ভালো। ত্বকের কোষ শক্তিশালী রাখতে প্রাকৃতিক বিভিন্ন উপাদান বেশ কার্যকর। রইল ৪টি ভেষজ টোটকা।
• ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরা দারুণ কাজ করে। এই উপাদানটি ত্বক ঠান্ডা রাখতেও সাহায্য করে। হলুদে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের কোলাজেন উৎপাদন ঠিক রাখে। বেসন ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করে। ১ চা চামচ বেসন, ১ চা চামচ হলুদ ও ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে একটি পেস্ট বানিয়ে ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
• মধুতে রয়েছে অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। ব্রণ দূর করতে মধু ব্যাপক সাহায্য করে। এছাড়া ত্বক হাইড্রেটেড রাখতেও মধুর জুড়ি নেই। ত্বকে সরাসরি মধু লাগিয়ে ম্যাসাজ করুন। তারপর ধুয়ে ফেলুন। এতে ত্বক মসৃণ ও উজ্জ্বল হবে।
• প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে নারকেল তেলের গুনাগুণ কমবেশি আমরা সবাই জানি। কোমল ও মসৃণ ত্বকের জন্য নিয়মিত ব্যবহার করুন এই তেল। রাতে ঘুমানোর আগে নারকেল তেল অল্প গরম করে ত্বকে ম্যাসাজ করুন। সকালে ঘুম থেকে উঠে ধুয়ে ফেলুন।
• ত্বকের মরা চামড়া ও ব্ল্যাকহেডস দূর করতে ২ টেবিল চামচ চিনির সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বক হবে উজ্জ্বল ও কোমল।