এবার শিক্ষক বদলি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি শিক্ষকদের। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষান কউল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে শিক্ষাক্ষেত্রে ‘পোস্টিং’ দুর্নীতি মামলার শুনানি হয়। এদিন শুনানি চলাকালীন রাজ্যের কাছে আদালত জানতে চায়, কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের কেন ২০০ কিলোমিটার দূরে বদলি করা হল?
এরপরই সুপ্রিম কোর্ট এদিন শুনানি পর্বে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়ে জানায়, পার্শ্ববর্তী এলাকায় বদলি হওয়া শিক্ষকরা তাদের চাকরিস্থানে যাবেন। তবে রাজ্যে শিক্ষক নিয়োগ আইনের ১০-সি ধারা চালুর পর যাঁরা চাকরিতে যোগ দিয়েছেন, আপাতত তাঁরা স্বস্তি পাচ্ছেন না বলেই সূত্রের খবর।
আগামী ৪ সপ্তাহের মধ্যে রাজ্যকে এ বিষয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ ডিসেম্বর রয়েছে। এর আগে আগস্ট মাসেই এই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, যেসব শিক্ষকদের বিরুদ্ধে ‘পোস্টিং’ দুর্নীতির অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে।