ব্রেকিং নিউজ রাজ্য

স্বস্তির বৃষ্টি! নামল পারদ

তীব্র দাবদাহ শেষে অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল শহর কলকাতা। শীতল হল শহর থেকে গ্রাম। অবসান হল তীব্র দহন জ্বালার। একধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ। অবশেষে স্বস্তি মিলল জেলাবাসীর। শুক্রবার বিকেল না গড়াতেই ঝেঁপে নামল বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের সম্ভাবনা আর নেই বললেই চলে। পাহাড়ি এলাকায় আগামী দুই থেকে তিনদিনের মধ্যে প্রবল বৃষ্টিপাত শুরু হবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশকিছু জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। রবিবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে এই জেলাগুলিতে। পাহাড়ি জেলাগুলিতেও তাপমাত্রা এখনই কমছে না। উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু অংশে তাপপ্রবাহ চলবে।

উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী কয়েক দিন খুব হাল্কা বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং কালিম্পং-এর পার্বত্য এলাকায়।