Electricity supply boards of the country announced to give some relief in electric bill for the last three months.This decision is taken due to lock down situation
জেলা ব্রেকিং নিউজ

বিদ্যুতের মাশুলে এবার স্বস্তি

দেশজুড়ে লকডাউন চলছে। তার ফলে ব্যাহত হতে পারে সাধারণ মানুষের বিদ্যুতের মাশুল প্রদান। আবার কলকারখানা–অফিস–রেল বন্ধ হয়ে রয়েছে। ফলে এক ধাক্কায় অনেকটাই কমবে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ। তাতে ঘাটতি দেখা দেবে অর্থে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলিকে আগামী তিন মাসের জন্য আর্থিক ছাড় দেওয়ার ঘোষণা করল বিদ্যুৎ মন্ত্রক।
জানা গিয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত (‌ডিসকম)‌ সংস্থাগুলির সিকিউরিটি মানি জমা করার ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড় দেওয়া হল। বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে যাতে সংস্থাগুলি কোনও সমস্যা হয় তাই এই পদক্ষেপ। আগামী ৩ মাস টাকা জমা দেওয়ায় দেরির ক্ষেত্রে যে নিয়মমাফিক জরিমানা করা হয়, তা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারচার্জও লাগবে না বলে ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রক কেন্দ্র–রাজ্যের বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রক সংস্থাগুলিকে এই নির্দেশিকা পাঠিয়েছে। সাধারণ মানুষের বিদ্যুতের কোনও সমস্যা হবে না বলে আশ্বাসও দিয়েছে।
অল ইন্ডিয়া পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শৈলেন্দ্র দুবে জানান, দেশের প্রায় সব রাজ্যেই এক ধাক্কায় বিদ্যুতের চাহিদা ২০–৩০% কমে গিয়েছে। রেল, কলকারখানা, অফিস ইত্যাদি বাণিজ্যিক চাহিদা নেই বললেই চলে। তাছাড়া বিল সংগ্রহও কমেছে এক ধাক্কায় ৮০%।