রাজ্যবাসীর চিন্তা কমিয়ে আবারও রাজ্যে নিম্নমুখী কোভিড গ্রাফ। গত একদিনে অনেকটাই কমেছে করোনা সংক্রমণের সংখ্যা। কিন্তু কিছুটা বেড়েছে মৃত্যুর সংখ্যা।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ৬১৫ জন। এর মধ্যে কলকাতায় সংক্রমিত হয়েছেন ১৭৩ জন। সংক্রমণের নিরিখে এরপর রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে ১৩৮ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে এই জেলায়। এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ১০ হাজার ৪৬০ জন। অ্যাকটিভ কেস ৭ হাজার ৯৪৫।
তথ্য অনুযায়ী, একদিনে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১৯ হাজার ৩৯৭ জন। একদিনে সুস্থ হয়েছে ৬৭৬ জন। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৮৩ হাজার ১১৮ জন।
করোনা সংক্রমণ এর গ্রাফ কখনও উঠছে কখনও নামছে। করোনা রুখতে টিকাকরণ একমাত্র মুশকিল আসান। তাই এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। উপসর্গ দেখা দেওয়া মাত্রই পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একদিনে ২৬ হাজার ৩০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বাংলায় পজিটিভিটি রেট ২.৩৪ শতাংশ। এখনও পর্যন্ত মোট ১ লক্ষ ৪৪ হাজার ৬৯৯ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে।