বিনোদন ব্রেকিং নিউজ

স্বস্তি! আর হাজিরা দিতে হবে না আরিয়ানকে

মাদককান্ডে খানিকটা রেহাই পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান।  এনসিবি দফতরে আর হাজিরা দিতে হবে না আরিয়ানকে।

বুধবার মুম্বই হাইকোর্টের তরফ থেকে জানানো হল, প্রতি শুক্রবার এনসিবি দফতরে গিয়ে হাজিরা দিতে হবে না আরিয়ানকে। মাদক কাণ্ডে টানা ২৬ দিন কারাগারে থাকার পর গত ২৮ অক্টোবর আরিয়ানের জামিন মঞ্চুর করে মুম্বই হাইকোর্ট। জামিন হলেও হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, তদন্তের স্বার্থে প্রতি শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দিতে হবে। বুধবার সেই নির্দেশ তুলে নিল মুম্বই হাইকোর্ট।

২ অক্টোবর মুম্বইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। কর্ডেলিয়া ক্রুজের পার্টি থেকেই আরিয়ান ও তাঁর সঙ্গীদের আটক করে বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর শাহরুখপুত্রকে গ্রেপ্তার করে এনসিবি ।

প্রথমে আর্থার রোড জেলের কোয়ারেন্টাইন সেলে রাখা হয় আরিয়ানকে। পরে অন্য জেলে পাঠানো হয়। আর্থার রোড জেলে ছেলের সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন শাহরুখ। প্রথমে আরিয়ানের জামিনের ভার তিনি দিয়েছিলেন আইনজীবী সতীশ মানেশিণ্ডেকে। কিন্তু পরে আইনজীবী বদল করেন। পরে বম্বে হাই কোর্টে আরিয়ানের পক্ষ থেকে সওয়াল করেন মুকুল রোহতগি। তবে বহুবার আরিয়ানের জামিনের বিরোধিতা করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

নিম্ন আদালতে আরিয়ান খানের জামিনের আর্জি মঞ্জুর না হওয়ায় বম্বে হাইকোর্টে জামিনের আবেদন নিয়ে যান আরিয়ানের আইনজীবীরা। বম্বে হাইকোর্ট শাহরুখ পুত্রের জামিন মঞ্জুর করে। এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড ছাড়াও জামিন মঞ্জুরের অন্যতম শর্ত হিসেবে ছিল, প্রতি সপ্তাহের শুক্রবার এনসিবি অফিসে হাজিরা দিতে হবে আরিয়ানকে।