দেশ লিড নিউজ

দেশের চার শহরে ৫জি পরিষেবা শুরু করল Reliance Jio

দশমীতে কলকাতা সহ দেশের ৪টি শহরে ৫জি পরিষেবা শুরু করল রিলায়েন্স জিও। জানা গিয়েছে, আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু করা হয়েছে। ৫জি গ্রাহকদের জন্য ইতিমধ্যেই ওয়েলকাম অফারের ঘোষণাও করেছে মুকেশ আম্বানির সংস্থা। যেখানে গ্রাহকরা ১ জিবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন বলেই সূত্রের খবর।

বুধবার থেকেই পরীক্ষামূলকভাবে কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বই ও বারাণসীতে জিও-র ৫জি সার্ভিস শুরু করা হয়। এর আগে ২০১৭ সালে ৪জি লঞ্চের সময়েও ওয়েলকাম অফারে গ্রাহকদের বিনামূল্যে ডেটা দিয়েছিল রিলায়েন্স জিও। আপাতত ৫জি ফোন থাকলে তবেই সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা ব্যবহার করা যাবে। তবে ঠিক কতদিন পর্যন্ত এই অফারের সুবিধা পাওয়া যাবে তা সংস্থার তরফে এখনও জানা যায়নি।

ওয়েলকাম অফারে জিও গ্রাহকরা ১ জিবিপিএস-এর বেশি স্পিডে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। কলকাতা, মুম্বই, দিল্লি ও বারাণসী জিও গ্রাহকরা ৫জি স্মার্টফোন থাকলেই এই সুবিধা পাবেন। এখনও ৫জি গ্রাহকদের জন্য পৃথক কোনও প্ল্যান লঞ্চ করেনি মুম্বইয়ের সংস্থাটি। তবে ৫জি ব্যবহারের জন্য পৃথক সিম -এর কোনও প্রয়োজন নেই। আপনার কাছে শুধুমাত্র ৫জি ফোন থাকলেই চলবে। কিন্তু বাণিজ্যিকভাবে নয়, আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু করছে জিও। ইতিমধ্যেই দেশের 8টি শহরে ৫জি পরিষেবা শুরু করেছে এয়ারটেল। আপাতত বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বাই, শিলিগুড়ি এবং বারাণসীতে ৫জি সার্ভিস শুরু করেছে এয়ারটেল।

১ অক্টোবর, শনিবার দিল্লির প্রগতি ময়দানে আনুষ্ঠানিকভাবে ৫জি পরিষেবার সূচনা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত দেশের ১৩ টি প্রথম সারির শহরে এই পরিষেবা চালু হবে। কলকাতা, মুম্বই, দিল্লি,পুণে, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই সহ ১৩টি শহরে এই পরিষেবা পাওয়া যাবে। এরপর ধাপে ধাপে আগামী দু’বছরের মধ্যে দেশজুড়ে চালু হবে ৫জি পরিষেবা। টেলিকম বিশেষজ্ঞদের মতে, ৫জি পরিষেবার ফলে দেশের টেলিকম শিল্পে নতুন দিগন্ত খুলে গেল।