Multiple employees of actress Rekha's house are not positive. Her home security guard is also infected with the corona virus. Based on the news, Mumbai Municipal Corporation (BMC) staff rushed to Rekha's house to test the corona. But Rekha did not allow them to enter their house.
বিনোদন

বাড়িতে ঢুকতেই দিলেন না রেখা

অভিনেত্রী রেখার বাড়ির একাধিক কর্মচারী করোনা পজিটিভ। পাশাপাশি তার বাড়ির নিরাপত্তা কর্মীও করোনা ভাইরাসে আক্রান্ত। এমন খবরের ভিত্তিরে মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) কর্মীরা রেখার বাড়িতে করোনা টেস্ট করতে ছুটে যান। কিন্তু তাদের বাড়িতেই ঢুকতেই দেননি রেখা। করোনা ভাইরাসের সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য মিউনিসিপ্যাল করপোরেশনের কর্মীরা অভিনেত্রীর করোনা টেস্ট ও তার বাড়ি স্যানিটাইজ করতে করার অনুমতি চান। এতে করে বেঁকে বসেন রেখা। কর্মীদের বাড়িতে ঢুকতেই দেননি তিনি।

শেষ পর্যন্ত বাড়ির বাইরে থেকেই বিএমসি কর্মীরা ফিরে আসতে বাধ্য হয়েছে। রেখার ম্যানেজার জানিয়েছেন, রেখা বর্তমানে সুস্থ আছেন। বাড়িতে আইসোলেশনে আছেন। এই অবস্থায় তিনি কাউকেই তার সংস্পর্শে যেতে দিতে চাইছেন না। রেখা জানিয়েছেন, করোনার উপসর্গ দেখা দিলে নিজ উদ্যোগে কোভিড-১৯ টেস্ট করাবেন এবং রিপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেবেন। এর আগে রেখার বাড়ির নিরাপত্তা কর্মী করোনা আক্রান্ত হওয়ার খবর এলে মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার বাড়িটির একাংশ সিল করে দেওয়া হয়।