জেলা ব্রেকিং নিউজ

Rejection & Suicide: প্রেমে প্রত্যাখ্যান, আত্মহত্যা যুবকের

বন্ধ ঘরের ভেতর থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বনগাঁ থানার রামকৃষ্ণপল্লী এলাকায়। মৃত যুবক বছর ২৮ এর রাকেশ সাহা। পরিবারের দাবি, বুধবার সকালে রাকেশকে ডাকাডাকি করলেও সে কোন সাড়া না দেওয়ায় ঘরের দরজা ভেঙে পরিবারের লোকেরা ভিতরে গিয়ে দেখে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে রাকেশ। তড়িঘড়ি পরিবার ও স্থানীয়রা রাকেশকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

মৃত রাকেশের বাড়ি সংলগ্ন বনগাঁ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজেপির কার্যালয়। সেই কার্যালয়ের সংলগ্ন ঘর থেকেই উদ্ধার হয় এই মৃতদেহ। পরিবারের অভিযোগ গত তিন চার মাস ধরে পাশের পাড়ার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল রাকেশ। গতকাল মেয়ের পরিবার সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য রাকেশকে চাপ দেয়। পরিবারের লোকেদের অনুমান তার ফলে আজকের এই ঘটনা।

বুধবার সকালে ঘটনা জানাজানি হতেই স্থানীয় লোকেরা উত্তেজিত হয়ে ওঠে। উত্তেজিত জনতা মেয়ের বাড়িতে গিয়ে মেয়েকে না পেয়ে মেয়ের মাকে মারধর করে এবং বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এই পরিবারের নামে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ আসছিল।