ব্রেকিং নিউজ রাজ্য

খারিজ অনুব্রতর জামিনের আরজি, জেলেই কাটবে কেষ্টর দুর্গাপুজো

ফের অনুব্রতর জামিনের আরজি খারিজ আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে। ফলে দুর্গাপুজো জেলেই কাটবে কেষ্টর। প্রভাবশালী তত্ত্বে খারিজ জামিনের আরজি।

অর্থাৎ ২৯ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতিকে। আদালত থেকে বেরিয়ে এমনটাই জানিয়েছেন অনুব্রতর আইনজীবী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বুধবার গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হয়। একঘণ্টা শুনানির পর এই নির্দেশ দেয় আদালতে। এর আগেও অনুব্রতর অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন জানায় তার আইনজীবী। কিন্তু তা খারিজ হয়ে যায়।

গ্রেপ্তারের ৬০ দিনের মধ্যে চার্জশিট জমা করার নিয়ম। সেক্ষেত্রে ১১ অক্টোবরের মধ্যে অনুব্রতর বিরুদ্ধে চার্জশিট দিতে হবে। সূত্রের খবর, ২৮ বা ২৯ অক্টোবরের মধ্যেই সাপ্লিমেন্টরি চার্জশিট জমা করবে সিবিআই। গত ৪২ দিন জেলে রয়েছেন বীরভূমের জেলা সভাপতি। এদিন অনুব্রতর আইনজীবী জানান, “গরুপাচার মামলার মূল অভিযুক্ত সতীশ কুমার-সহ অনেকেই জামিন পেয়ে গিয়েছেন বা গ্রেপ্তার হননি। সিবিআই তাদের জামিন নাকচের কোনও আবেদন করেনি। অথচ আমাদের মক্কেলের নাম চার্জশিটে নেই, তাও তাঁর জামিনের আরজি খারিজ করা হচ্ছে।”

উল্লেখ্য, গরু পাচার কাণ্ডে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা।

প্রসঙ্গত, মঙ্গলকোট বিষ্ফোরণ মামলায় তথ্য প্রমাণের অভাবে মঙ্গলকোট হিংসা মামলায় বেকসুর খালাস পান ১৪ জন সহ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল।