আবার সাফল্য সেনাবাহিনীর। তবে জঙ্গি নিকেশ করে নয়। জঙ্গি হয়ে ওঠা যুবককে আত্মসমর্পণ করিয়ে মূল স্রোতে ফেরানোর চেষ্টা করে। কয়েকদিন আগে জঙ্গি শিবিরে নাম লিখিয়েছিল ওই যুবক। বয়স মাত্র কুড়ি। সেই যুবককে আত্মসমর্পণ করিয়ে নিল সেনাবাহিনী। আত্মসমর্পণের মুহূর্তের ভিডিওটা রীতিমত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক সেনা অফিসার কী দক্ষতার সঙ্গে ওই যুবককে নিজেদের দিকে নিয়ে এলেন।
ভিডিও–তে দেখা যাচ্ছে, তার খালি গা। পরনে শুধু ট্রাউজার। সারা গায়ে মাটি লেপা। মুখে ভয়ের ছাপ স্পষ্ট। ওই যুবককেই অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনা হল। এখানে এই ঘটনা এক অন্যরকম নজির তৈরি করেছে। জঙ্গিকে আত্মসমর্পমণ করতে বলার মধ্যেও সেনা অফিসারের যে মানবিক রূপ ফুটে উঠেছে তা এক কথায় অনবদ্য। ওই সেনা অফিসার দূর থেকেই তরুণকে বলছেন আত্মসমর্পণ করতে। ভীত তরুণকে সাহস দেওয়ার জন্য অফিসারকে বলতে শোনা গিয়েছে, এগিয়ে এসো। কেউ কিছু করবে না। কেউ গুলি চালাবে না। বেটা তোমার কিচ্ছু হবে না। তরুণকে জল খাওয়াতেও বলেন ওই সেনা অফিসার।
তারপর ওই তরুণ যখন সেনা অফিসারের কাছে চলে এল, তখন ওই অফিসার তাঁকে বললেন, ‘কোনও চিন্তা করো না। ভুল মানুষের হয়ে যায়। আর এই ভুল তোমার হবে না।’ এই যুবকের নাম জাহাঙ্গির। তার বাবা একটি জানান, সেনা জওয়ানদের অনেক ধন্যবাদ। আমার ছেলের প্রাণ বাঁচিয়েছেন। ছেলেকে আর জঙ্গিদের ডেরায় ফিরে যেতে দেবেন না। ওই তরুণের কাছ থেকে একে–৪৭ রাইফেল উদ্ধার হয়েছে। জঙ্গিদের মূলস্রোতে ফিরিয়ে আনাও সেনাবাহিনীর অন্যতম লক্ষ্য।
