দেশ ব্রেকিং নিউজ

সুপ্রিম কোর্টকে পরামর্শ কেন্দ্রের

দেশের ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রক এবং গাইডলাইন তৈরি করার পরামর্শ সুপ্রিম কোর্টকে দিল কেন্দ্রীয় সরকার। সর্বোচ্চ আদালতকে হলফনামা দিয়ে জানানো হয়েছে, ডিজিটাল মিডিয়া মানুষের কাছে অনেক বেশি কার্যকরী এবং প্রভাব ফেলে টিভি মিডিয়ার ক্ষেত্রে।
এদিন আরও জানানো হয়েছে, ডিজিটাল মিডিয়া খুব দ্রুত পৌঁছয় এবং তা ভাইরাল হয়ে যায় হোয়াটসঅ্যাপ, ফেসবুক অ্যাপের মাধ্যমে। তাই এই বিষয়ে আগে পদক্ষেপ করা হোক। টিভি মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আগে থেকেই অনেক গাইডলাইন আছে। এমনকী এগুলি নিয়ে পর্যাপ্ত কাঠামো এবং রায় রয়েছে। এমনকী টিভি মিডিয়াগুলি পূর্ববর্তী মামলা এবং নজির দ্বারা নিয়ন্ত্রিত হয়।
এই বিষয়গুলি তৈরি করতে অ্যামিকাস কুরিয়কে নিয়োগ করতে পরামর্শ দিয়েছে কেন্দ্র। তবে সুপ্রিম কোর্ট এই বিষয়ে এখনও কোনও রায় বা পর্যবেক্ষণ জানায়নি। বেসরকারি টিভি চ্যানেলের বিরুদ্ধে একটি মামলার প্রেক্ষিতে এই হলফনামা জমা পড়েছে বলে খবর। শুধু আদালত বলেছে, টিআরপি’‌র প্রতিযোগিতায় কোনও খবরকে সংবেদনশীল করা যাবে না।