ব্রেকিং নিউজ রাজ্য

ক্লাসের মধ্যেই হিন্দি গানে রিলস ভিডিও, তুমুল শোরগোল মৌসুনী দ্বীপে!

সপ্তাহখানেক আগে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের মৌসুনী দ্বীপের কো-অপারেটিভ উচ্চ মাধ্যমিক হাইস্কুলে স্কুলের মধ‍্যে একটি রিলস ভিডিও বানানোয় শোরগোল পড়ে যায় এলাকায়।

ভিডিওতে দেখা যায় স্কুল ড্রেস পরিহিত অবস্থায় জনপ্রিয় হিন্দি গানের তালে কোমর দোলাচ্ছিল দুই স্কুল ছাত্র-ছাত্রী। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দ্রুত সেটি ভাইরাল হয়ে যায়। এরপর নিন্দার ঝড় ওঠে সবমহলে। স্কুলের পক্ষ থেকে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাসও দেওয়া হয় সেসময়। স্বভাবতই এই ঘটনার পর অস্বস্তিতে পড়ে স্কুল কর্তৃপক্ষ।

এরপর ওই দুই ছাত্র ছাত্রীর অভিভাবককে ডেকে পাঠানো হয় স্কুলে। ক্লাসের মধ্যে নাচের রিল ভিডিও তৈরি করায় তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে দুই ছাত্র ছাত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সেসময় জানানো হয় স্কুলের পক্ষ থেকে।

এরপরই ম‍্যানেজিং কমিটির বৈঠকে ওই ছাত্রছাত্রীকে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। ওই ছাত্রছাত্রীদের কাউন্সিলিং করার প্রয়োজন আছে বলেও জানানো হয় স্কুলের তরফে। যদিও এব‍্যাপারে ওই ছাত্রছাত্রীদের অভিভাবকগণের কাছ থেকে কোনোও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ নিয়ে মৌসুনী দ্বীপের কোঅপারেটিভ উচ্চ মাধ‍্যমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় শী জানান, ছাত্রছাত্রীরা স্কুলের মধ‍্যে ভিডিও বানিয়েছিল। এটি তিনি শুনেছেন। বর্তমান সময়ে ছাত্রছাত্রীরা অতিরিক্ত মোবাইল ব‍্যবহার করছে। যার ফলে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় যেটুকু ব‍্যবস্থা নেওয়া যায় সেই ব‍্যবস্থা নেওয়া হয়েছে।