রিল বানাতে গিয়ে জলপ্রপাতে পড়ে মৃত্যু হল ২৬ বছর বয়সী ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আনভি কামদারের। বুধবার মহারাষ্ট্রের রায়গড়ের কাছে কুম্ভে জলপ্রপাতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আনভি ১৬ জুলাই সাত বন্ধুর সঙ্গে জলপ্রপাতে ঘুরতে যান। পরদিন, অর্থাৎ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে।
সূত্রের খবর, ভিডিও করার সময় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যান আনভি। তরুণ এই ইনফ্লুয়েন্সার মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার পর খবর পেয়ে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় ছ’ঘণ্টার উদ্ধার অভিযানের পর আনভিকে নিরাপদে সেখান থেকে বের করে আনা হয়। গুরুতর আঘাতের কারণে মানাগাঁও মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ততক্ষণাৎ। কিন্তু সেখানেই মৃত্যু হয় মেয়েটির।
উল্লেখ্য, মুম্বইয়ের বাসিন্দা আনভি কামদার একজন ভ্রমণ পিপাসু এবং সামাজিক মিডিয়া ইনফ্লুয়েন্সার। বর্ষা উপভোগের জন্য, কুম্ভে জলপ্রপাতের সৌন্দর্য তুলে ধরার প্রয়াসে জীবন হারালেন। আনভির মৃত্যুতে গভীরভাবে শোকপ্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা।