দেশ লিড নিউজ

কমল পেট্রোল-ডিজেলের শুল্ক

কয়েকমাসে পেট্রল ও ডিজেলের দাম অগ্নিমূল্য। জ্বালানির দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের চাপ অনেকটাই বেড়ে গিয়েছে।উৎপাদন শুল্ক সামান‌্য কমানোর পর থেকেই কেন্দ্র রাজ‌্যগুলির উপর পেট্রোল-ডিজেলের ভ‌্যাট কমানোর জন‌্য চাপ দিতে শুরু করেছে কেন্দ্র। তা সত্ত্বেও ১৪টি রাজ‌্য ভ‌্যাট কমায়নি। 

তৃণমূলের দাবি, কেন্দ্র পেট্রোলে ৫ টাকা ও ডিজেলে ১০ টাকা উৎপাদন শুল্ক কমানোর পর এনডিএ শাসিত রাজ‌্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি জ্বালানিতে ভ‌্যাট কিছুটা কমিয়েছে। উপনির্বাচনে খারাপ ফলের পর ভোটমুখী রাজ‌্যগুলিতে নিজেদের বাঁচাতে সামান‌্য দাম কমানোর সিদ্ধান্ত নিচ্ছে।

শনিবার তৃণমূলের রাজ‌্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘কেন্দ্র লাগামছাড়াভাবে পেট্রল ও ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। তারপর সামান‌্য একটু কর কমিয়ে এই যন্ত্রণার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে নিজেদের মুখরক্ষার চেষ্টা করছে।’’

কেন্দ্রীয় করের হার তুলনামূলকভাবে অনেক বেশি হওয়ায় উৎপাদন শুল্ক কমিয়েও জ্বালানি থেকে রাজ‌্যগুলির চেয়ে বহুগুণ বেশি আয় করছে কেন্দ্র। এই বিষয়টিতেই নজর দিতে চাইছে তৃণমূল।