আবহাওয়া দেশ ব্রেকিং নিউজ

ভারী বৃষ্টির জেরে ত্রিপুরাসহ ৯ রাজ্যে জারি ‘রেড অ্যালার্ট’

ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কায় ত্রিপুরাসহ ৯ রাজ্যে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর।

জানা গেছে, দেশের একাধিক রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কায় লাল সতর্কতা জারি করেছে IMD। বিশেষ করে, দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

রেড অ্যালার্ট জারি রাজ্যগুলো হলো- গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, মধ্যপ্রদেশ, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। এছাড়া উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক ও রাজস্থানে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

বিশেষত ত্রিপুরায় আরও বৃষ্টিপাতের আশঙ্কায় দক্ষিণ ত্রিপুরা জেলায় লাল সতর্কতা এবং ধলাই ও গোমতী জেলায় কমলা সতর্কতা জারি করেছে IMD। ইতিমধ্যে ত্রিপুরায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ -এ।