ঘুর্ণিঝড় ধেয়ে আসছে আবর সাগর এবং লাক্ষাদ্বীপ এলাকা থেকে। আরব সাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি ঘুর্ণিঝড়ের আকার নেবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যার নাম রাখা হয়েছে ‘তওকতে’। যার জেরে ইতিমধ্যেই মহারাষ্ট্র, কেরল এবং গুজরাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি এখনই শুরুও হয়ে গিয়েছে।
আবহাওযা দপ্তর সূত্রে খবর, শুক্রবার থেকেই লাক্ষাদ্বীপ–সহ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। তওকতের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে কেরলের পাঁচ জেলায়। রবিবার বা সোমবার ভারতের দক্ষিণ উপকূলে তওকতের আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কেরলে শনিবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, কোঙ্কন উপকূলে আছড়ে পড়তে চলা তওকতের প্রভাবে মুম্বই, গোয়া, এবং গুজরাটে ভাল প্রভাব পড়বে। গুজরাটে এই ঘুর্ণিঝড় মঙ্গলবার ১৮ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। বুধবার নাগাদ রাজস্থানের দক্ষিণ–পশ্চিম এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী ৫ থেকে ৬ দিন উপকূলবর্তী এই রাজ্যগুলিতে ঝড়ো হাওয়া বইবে। এই ঝড়ের গতি ৪০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে।
ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ৫৩টি দলকে তৈরি রাখা হয়েছে। এর মধ্যে ২৪টি দলকে ইতিমধ্যেই এলাকায় পাঠানো হয়েছে। বাকি দলগুলিকে স্ট্যান্ডবাইতে রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। রাজ্য প্রশাসনগুলিকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। অনেকে মনে করছেন, করোনাভাইরাসের দাপট বাড়লেই দেখা যাচ্ছে একটা করে ঘূর্ণিঝড়ের আবির্ভাব হচ্ছে। যখন দেশজুড়ে লকডাউন চলছিল তখন আমফান আছড়ে পড়েছিল। এবার তাওকতে আছড়ে পড়তে চলেছে। এখনও করোনা রক্তচক্ষু দেখাচ্ছে।