রাজ্য লিড নিউজ

SSC Recruitment Scam: কলকাতায় আনা হল পার্থ চট্টোপাধ্যায়কে 

আজ, মঙ্গলবার সকালে কলকাতায় আনা হল পার্থ চট্টোপাধ্যায়কে। সোমবার রাতটা এইমসে কাটিয়ে মঙ্গলবার ভোরে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় ইডি আধিকারিকরা। সঙ্গে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবি। সোমবার রাতেই পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতা ফেরানোর তোড়জোড় শুরু করে দেয় ইডি।

সোমবার এইমস হাসপাতাল সূত্র মারফত জানা গিয়েছে, গুরুতর কোন সমস্যা নেই পার্থ চট্টোপাধ্যায়ের, নেই বুকে ব্যথাও। সে কারণেই তাকে ফিরিয়ে আনা হয় কলকাতায়। এসএসসি দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রীর শারীরিক পরীক্ষার পর ভুবনেশ্বর এইমস জানিয়েছে তাঁর অবস্থা স্থিতিশীল। সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু মঙ্গলবার রাতটা ভুবনেশ্বরের এইমসে কাটিয়ে মঙ্গলবার সকালেই তাকে কলকাতায় ফিরিয়ে আনে ইডি।

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। টানা ২৭ ঘন্টা ম্যারাথন জেরার পর প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় ২১ কোটি টাকা, বেশ কয়েক লক্ষ টাকার গহনা সহ কুড়িটি দামি ফোন। এরপর অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় দুজনকেই গ্রেফতার করে ইডি। অসুস্থ বোধ করলে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিজেদের হেফাজতে রাখতে চেয়েছিল ইডি। তাই এসএসকেএম থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরের এইমসে। সোমবার পার্থ চট্টোপাধ্যায়কে সম্পূর্ণ সুস্থ বলে জানিয়ে দেয় এইমস।