ফের সিবিআই জেরার মুখে পড়লেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। সুজয়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করতে সোমবার সকালেই প্রেসিডেন্সি জেলে পৌঁছে যায় সিবিআইয়ের একটি টিম। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে জিজ্ঞাসাবাদ করতেই প্রেসিডেন্সিতে যান তাঁরা৷
উল্লেখ্য, গত শনিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে ‘কাকু’কে জেরা করেছিল আধিকারিকরা৷ পাশাপাশি ওই দিন নিয়োগ মামলায় গ্রেফতার হুগলির ব্যবসায়ী অয়ন শীল এবং হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তিন অভিযুক্তকেই জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আলিপুর আদালতে আবেদন করে সিবিআই। সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। তাই আদালতের অনুমতি নিয়েই শনিবার দুপুর পৌনে ১২ টা নাগাদ প্রেসিডেন্সি জেলে পৌঁছে যায় সিবিআইয়ের দল।