ব্রেকিং নিউজ রাজ্য

আগামী দু’মাসের মধ্যে ১৫ হাজার শিক্ষক নিয়োগ: ব্রাত্য বসু

বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিলেন আগামী দুই মাসের মধ্যে সমস্ত আইনি জট কাটিয়ে প্রায় ১৫ হাজার এসএসসি শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। তিনি জানিয়েছেন, আদালতের জট কাটিয়েই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।এসএসসিতে শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। তাঁর এই ঘোষণায় ফের আশায় বুক বাঁধছেন এসএসসি পরীক্ষার মেধাতালিকায় থাকা ভাবী শিক্ষকরা। এখন দ্রুত নিয়োগপত্র হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন আপার প্রাইমারিতে সুযোগ পাওয়া চাকরিপ্রার্থীরা।

মঙ্গলবার, নতুন জাতীয় শিক্ষানীতি নিয়েও বিধানসভায় সরব হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অপরদিকে, এসএসসি অফিস সূত্রে জানা যাচ্ছে, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই সমস্ত অভিযোগের নিষ্পত্তি করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে। গত ৮ অক্টোবর পর্যন্ত ১৩ হাজার চাকরিপ্রার্থীর অভিযোগের নিষ্পত্তি হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে আরও ১,২০০ চাকরিপ্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। সবমিলিয়ে প্রায় ৫ হাজার অভিযোগের নিষ্পত্তি এখনও বাকি রয়েছে, যা ডিসেম্বরের মধ্যেই মিটিয়ে নিয়োগ শুরু হয়ে যাবে আগামী বছরের শুরুতেই।