প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ফের তল্লাশি অভিযানে নেমেছে কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রোমোটারের বাড়িতে হানা দিয়েছে তাঁরা। এছাড়া কলকাতার আরও চারটি জায়গায় চলছে অভিযান।
এদিন নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টোদিকের পাঁচতলা বাড়িতে হানা দেয় ইডি। সেটাই ওই প্রমোটারের বাড়ি। পাশাপাশি তাঁর কন্সট্রাকশনের অফিসেও হানা দিয়েছে ইডি। ইডির দাবি, এই ব্যক্তির নামে একাধিক বেনামি সম্পত্তি রয়েছে। এর আগে ৩-৪ বার এই ব্যবসায়ীকে নোটিস দিয়েছিল ইডি, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে।