রাজ্য লিড নিউজ

নিয়োগ দুর্নীতি মামলা: শুরু হল ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া

নিয়োগ দুর্নীতি মামলায় ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার যাবতীয় রিপোর্ট হাইকোর্টে পেশ করল ইডি। এখনও পর্যন্ত মোট কত সম্পত্তির হদিশ মিলেছে, তা এদিনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, এই মামলার সূত্র ধরে যাঁদের নাম ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, তাঁদের একে একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই দাবি ইডির।

ইডি রিপোর্ট পেশ করে জানিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সাড়ে সাত কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া আটটি সম্পত্তির হদিশ মিলেছে। এগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও উল্লেখ করেছে ইডি।

অন্যদিকে, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর কন্ঠস্বরের নমুনা বা ভয়েস স্যাম্পল পেতে রীতিমতো হয়রান হতে হচ্ছে ইডি-কে। এমনকী এসএসকেএম-এ গিয়েও ফিরে আসতে হয়েছে। এ কথা জেনে বিচারপতি এদিন নির্দেশ দিয়েছেন, ইডি-কে একটা টিম তৈরি করতে হবে, যেখানে একজন চিকিৎসক থাকবেন, যিনি ভয়েস টেস্ট করতে পারেন। অনলাইনেও কথা বলতে পারবেন। ইডি-র জয়েন্ট ডিরেক্টরকেও থাকতে হবে সেই টিমে। আগামী বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি রয়েছে।