বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যজুড়ে চিরুনি তল্লাশি চালাল সিবিআই। নিয়োগ দুর্নীতির তদন্তে এদিন সকালেই তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী বিধাননগর পুরসভার তৃণমূলের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বাড়িতে হানা দেয় সিবিআই। দেবরাজ বিধাননগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। পাশাপাশি যুব তৃণমূলের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পদেও রয়েছেন তিনি।
এদিন রাজারহাট রোডের বাড়িতে তল্লাশি চালানোর পর বেলা ১টা নাগাদ বাড়ি থেকে বেরোতে দেখা যায় দেবরাজকে। তাঁর সঙ্গে সিবিআই-এর আধিকারিকরাও। রাজারহাটের বাড়ি থেকে বেরনোর সময়ে দেবরাজ বলেন, “কোর্টের অর্ডারে এই রেইড হয়েছে। আমার আরেকটা রেসিডেন্স রয়েছে। সেখানে আমি যাচ্ছি।”
এদিকে, বৃহস্পতিবার সাত সকালেই কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতেওঅহানা দেয় সিবিআই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছিল তৃণমূল কাউন্সিলরের বাড়ি। বাপ্পাদিত্য কলকাতা পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদে রয়েছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত এই বাপ্পাদিত্য।
এদিন তৃণমূল কাউন্সিলের পাটুলির বাড়িতে হাজির হন কেন্দ্রীয় বাহিনীর দল। প্রায় ২০ মিনিট পর তৃণমূল কাউন্সিলর নিজেই দরজা খুলে সিবিআই আধিকারিকদের ভিতরে নিয়ে যান। তৃণমূলে পার্থ চট্টোপাধ্যায়ের মানসপুত্র হিসেবেই পরিচিত ছিলেন বাপ্পাদিত্য দাশগুপ্ত।