বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে আমগাছ থেকে কলকাতা পুলিশের এক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার । এই ঘটনায় বুধবার সকাল থেকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের রতুয়া-১ ব্লকের বাহারাল পঞ্চায়েতের বাখরা গ্রামে৷ মৃত পুলিশকর্মীর নাম যতনকুমার রায় (৫২)৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে রতুয়া থানার পুলিশ৷ তবে এই ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি৷ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শুরু হয়েছে পুলিশি তদন্ত৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০০০ সালে কলকাতা পুলিশে চাকরি পান যতনবাবু৷ তিনি গাড়িচালকের পদে কর্মরত ছিলেন৷ বর্তমানে এক আইপিএস অফিসারের গাড়ি চালাতেন৷ সোমবারই কলকাতা থেকে বাড়ি ফিরেছিলেন যতনবাবু৷ গতকাল বাড়িতে তাঁর নাতির জন্মদিনের অনুষ্ঠান ছিল৷ সেই অনুষ্ঠানেও অংশ নেন তিনি৷ অনেক রাতে ঘুমোতে যান৷ আজ সকালে নির্দিষ্ট সময়েই ঘুম থেকে উঠে চা খেয়ে সবার সঙ্গে কথা বলেন৷ সকাল সাড়ে আটটা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে যান৷ ঘণ্টা দুয়েক পর খবর আসে, বাড়ির অদূরে আমগাছে তাঁর দেহ ঝুলছে৷ খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পরিবারের সদস্যরা৷ এই খবর চাউর হলে চাঞ্চল্য পড়ে যায় গ্রাম জুড়ে৷