রাজ্য লিড নিউজ

রাজ্যের বড় সাফল্য, টিকা পেলেন ৫ কোটি মানুষ

করোনার টিকাকরণ কর্মসূচিতে বড়সড় সাফল্য। পাঁচ কোটির বেশি মানুষ করোনার টিকা পেয়ে গেলেন পশ্চিমবঙ্গে। শনিবার সারা রাজ্যে মোট ৭ লক্ষ ৬২ হাজার ৯৪৯ জনকে টিকা দেওয়া হয়েছে। ফলে এদিনই মোট টিকা গ্রাহকের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়ে গেল। শনিবারই স্বাস্থ্য দফতর জানিয়েছে, প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে এখনও পর্যন্ত বাংলার ৫ কোটি ৫ লক্ষ ৫৯ হাজার ১৭৬ জন করোনার টিকা পেয়েছেন। এরমধ্যে প্রথম ডোজ টিকা ৩,৫৫,৪৩,০০২ জন ও দুটি ডোজ টিকা পেয়ে গিয়েছেন ১,৪৫,৫৯,৪৪০ জন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই অভিযোগ করছেন কেন্দ্র সময়মতো রাজয়গুলিকে করোনার টিকা সরবরাহ করছে না। তিনি এই নিয়ে বহুবার প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। শেষবার দিল্লিতে গিয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে টিকা নিয়ে দরবার করেছিলেন। তারপরই এই রাজ্যে কয়েক দফায় প্রচুর টিকা পাঠিয়েছিল কেন্দ্র। এরপরই টিকাকরণ জোরদার হয়। তাতেই এল সাফল্য। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা ১৪ কোটির একটু বেশি, এরমধ্যে ৫ কোটি মানুষ টিকা পেয়ে গেলেন।

অপরদিকে কেন্দ্রের করোনা পোর্টাল থেকে জানা যাচ্ছে, এই মুহূর্তে গোটা দেশে টিকাকরণে পশ্চিমবঙ্গ সাত নম্বরে উঠে এসেছে। এছাড়া টিকা নষ্ট না হওয়ার বিচারেও পশ্চিমবঙ্গ অনেকটাই এগিয়ে। তবুও সতর্ক রাজ্য প্রশাসন। শনিবার এই তথ্য দিয়ে উৎসবের মরসুমে সবাইকে সতর্ক থাকতে আবেদন করেছেন ক্যাবিনেট সচিব রাজিব গৌবা।