করোনা সংক্রমনের রিপোর্ট দেশ লিড নিউজ

রেকর্ড! দেড় বছরে সর্বনিম্ন অ্যাক্টিভ দেশের সংখ্যা

ফের কিছুটা স্বস্তি মিলল গোটা দেশের দৈনিক করোনা পরিসংখ্যানে। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১১ হাজার ২৭১ জন। সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৬৮ জন। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত ৯৯৯ জন। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এরাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৭২ জন।

গোটা দেশে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮৫ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭৬ জন। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি। গোটা দেশে গত ২৪ ঘণ্টায় ৫৭ লক্ষেরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। রবিবারের তথ্য অনুযায়ী দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৯১৮। গত প্রায় দেড় বছরে সর্বনিম্ন অ্যাক্টিভ কেসের সংখ্যা। যা অনেকটাই ইতিবাচক।

এছাড়াও টিকাকরণকে হাতিয়ার করেই করোনাকে জয় করতে মরিয়া ভারত। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের নিজস্ব ভ্যাকসিন কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিয়েছে। যার ফলে করোনাকে জয় করতে আরো একধাপ এগিয়ে গেল ভারত।