রাজ্য লিড নিউজ

রেকর্ড পরিমাণ মদ বিক্রি বর্ষবরণে

৩১ ডিসেম্বর-১লা জানুয়ারিতে দেদার মদ বিক্রি। সুরাপ্রেমীদের দৌলতে সাড়ে সাতশো কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে রাজ্য সরকারের। আবগারি দফতর সূত্রে খবর , দুর্গাপুজোতে ৬০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়। যদিও বড়দিন এবং নববর্ষে সে সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে।

রাজ্য আবগারি দফতর সূত্রের খবর, ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত রাজ্যে প্রায় ৭৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যা এখনও পর্যন্ত রেকর্ড ।উৎসবের মরশুমে অবৈধ মদ বিক্রি বন্ধ করার জন্য কড়া পদক্ষেপ করেছিল জেলা আবগারি দপ্তর। অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযানের কারণেই ভালো ফল মিলেছে বলে দাবি আবগারি দফতরের।