আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

নতুন করে করোনার দাপট চিনে

একের পর এক করোনার থাবায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। একের পর এক এসেছে করোনা ঢেউ! প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ তারপর তৃতীয় ঢেউ। বর্তমানে মারণ ভাইরাসকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। টিকাকরণ এবং কড়া বিধি নিষেধকে হাতিয়ার করে ধীরে ধীরে সুস্থ পৃথিবী পাওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণের গ্রাফ। কমেছে অ্যাকটিভ কেস। তবে মৃত্যুহার এখনো সম্পূর্ণ চিন্তা কমেনি স্বাস্থ্যমহলের। কিন্তু আবার নতুন করে করোনা সংক্রমনের কারণে বিপর্যস্ত চিন।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতে করোনার সার্বিক পরিস্থিতি ঠিক থাকলেও চিনে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে মারণ ভাইরাস। জানা গিয়েছে সে দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। গত একদিনে ৫ হাজার ২৮০ জন মারণ ভাইরাসের থাবায় আক্রান্ত। ওমিক্রনে আক্রান্ত হলে তা ধরা না পড়ার কারণে তীব্র গতিতে বাড়ছে সংক্রমণ। সে দেশে ইতিমধ্যেই একাধিক শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৬৮ জন। দেশে কমেছে অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৩ হাজার ৯১৭। গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯৭জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৯৭৪ জনের। তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৪৬ হাজার ১৭১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

আগামীকাল, ১৬ই মার্চ বুধবার থেকে শুরু হতে চলেছে ১২ থেকে ১৪ বছর বয়সী বাচ্চাদের জন্য COVID-19 টিকাকরণ। পাশাপাশি ৬০ বছরের বেশি বয়সের ব্যক্তিরা বুস্টার ডোজ পাবে বলে জানা গেছে।