দেশ লিড নিউজ

রাষ্ট্রপতির অনুমোদন মিলল, এবার আইনে পরিণত হল মহিলা সংরক্ষণ বিল

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে সর্ব্বসম্মতিতে বিশেষ অধিবেশনে সংসদের দুই কক্ষে আগেই পাশ হয়েছিল মহিলা সংরক্ষণ বিল। এবার সেই বিলে রাষ্ট্রপতিরও অনুমোদন মিলল।

২৯ সেপ্টেম্বর, শুক্রবার মহিলা সংরক্ষণ বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির স্বাক্ষরের পরই এদিন আইনে পরিণত হল মহিলা সংরক্ষণ বিলটি। স্বাভাবিক ভাবেই এবার লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত হয়েছে।

সূত্রের খবর, লোকসভায় পাশ হওয়ার পর গত বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষে সর্ব্বসম্মতিতে মহিলা সংরক্ষণ বিল পাশ হয়। এরপর বৃহস্পতিবার এই বিলে স্বাক্ষর করেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তারপরই শুক্রবার সকালে বিলটি রাষ্ট্রপতির কাছে সম্মতির জন্য পাঠানো হয়। এরপর এদিন বিকালেই এই বিলে স্বাক্ষর করে সেটিতে অনুমোদন দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

তবে, মহিলা সংরক্ষণ বিলটি আইনে পরিণত হলেও এটি কার্যকর করতে কিছুটা সময় লাগবে বলেই জানা গিয়েছে। কেননা আইনটি কার্যকর করার আগে আদমসুমারী করা জরুরি। তারপর রাজ্যগুলির বিধানসভার আসন পুনর্বিন্যাসও করতে হবে। স্বাভাবিকভাবেই বিলটি কার্যকর করতে সময় লাগবে।