রাজ্য লিড নিউজ

পার্থকে ভর্ৎসনা ! জামিনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু শীর্ষ আদালত তাঁর এই আবেদনে কড়া প্রতিক্রিয়া জানিয়ে ভর্ৎসনা করে খারিজ করে দেয় তার আবেদন।

বিচারপতি সূর্যকান্ত শর্মা সাফ জানিয়ে দেন, অন্য অভিযুক্তদের সঙ্গে পার্থর নিজের তুলনা করা উচিত নয়, কারণ তাঁরা কেউ শিক্ষামন্ত্রী ছিলেন না। পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যুক্তি দেওয়া হয়, অর্পিতা মুখোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের মতো অভিযুক্তরা যখন জামিন পেয়েছেন, তখন তিনিও জামিনের অধিকারী। কিন্তু বিচারপতি পাল্টা জানান, “আপনি অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করতে পারেন না। আপনি শিক্ষামন্ত্রী ছিলেন এবং নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে।”।

অন্যদিকে, ইডি জানায়,অর্পিতা পার্থকে ভয় পাচ্ছেন এবং তাঁর জামিন হলে তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।পার্থর আইনজীবীর দাবি, অর্পিতার সঙ্গে তাঁর কোনও ব্যক্তিগত সম্পর্ক নেই। তাঁর আইনজীবী আরও জানান, “পার্থর বয়স এবং শারীরিক অসুস্থতা বিবেচনা করে জামিন দেওয়া উচিত।” তবে আদালত কোন যুক্তি গ্রহণ না করেই পার্থর জামিনের আবেদন খারিজ করে দেন।