সুশান্ত সিং রাজপুতের মামলায় মাদককাণ্ডে গ্রেফতার হন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। টানা তিনদিন জেরার পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
গ্রেফতারের পরে রিয়া দক্ষিণ মুম্বাইয়ে এনসিবির দফতরেই ছিলেন। সেখান থেকে তাকে বাইকুল্লা জেলে নিয়ে যাওয়া হয়। মুম্বাইয়ে এটিই একমাত্র মেয়েদের জন্য জেল। এই জেলেই রয়েছেন শিনা বরা হত্যাকাণ্ডে অভিযুক্ত ইন্দ্রানী মুখার্জির ও ভীমা-কোরেগাঁও মামলার অন্যতম অভিযুক্ত সমাজকর্মী সুধা ভরদ্বাজ।
রাতে ঘুমানোর জন্য রিয়াকে শুধু চাটাই আর চাদর দেয়া হয়েছে। সেই চাটাই পেতেই রিয়া বাইকুল্লা জেলে প্রথম রাত কাটালেন। এই মহিলা সংশোধনাগারে ক্যান্টিন রয়েছে যেখান থেকে বন্দিরা নিজেদের জন্য বিস্কুট ও নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন।
বর্তমানে বাইকুল্লা জেলে ২৫১ জন নারী বন্দি রয়েছে। অন্যদিকে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা, জায়েদ বসিত, ও সুশান্তের রাঁধুনি দীপেশকে তালোজা জেলে স্থানান্তরিত করা হয়েছে।