সুশান্তের মৃত্যুর পরপরই তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে। শুরু থেকেই তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণাসহ আনা হয় অনেকগুলো অভিযোগ অনেকগুলো অভিযোগ।
এর মধ্যেই নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে রিয়া চাঞ্চল্যকর পোস্ট করলেন। তার অভিযোগ, ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন তিনি ও তার পরিবার। এইভাবে তাদের বাঁচা অসম্ভব। বাড়ি থেকে বের হলেই মিডিয়া তাদের জেঁকে ধরছে। তদন্তকারী সংস্থার ডাকে তারা যেতে পারছেন না। ফলে তদন্তে সহযোগিতাও করতে পারছেন না বলে রিয়ার দাবি।
স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেও এতে কোনও লাভ হয়নি। তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে রিয়া চক্রবর্তী অভিযোগ করেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। উপর থেকে তোলা সেই ভিডিওটিতে দেখা গেছে, কীভাবে রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর উপর মিডিয়া হামলে পড়ছে। রিয়া জানান, তাদের নিরাপত্তার দাবি নিয়েই কিছুক্ষণ আগে সান্তাক্রুজ পুলিশ স্টেশনে যান তার বাবা। তখনই তার সঙ্গে এই ঘটনা ঘটে। এরপরেই মুম্বাই পুলিশকে ট্যাগ করে তিনি এই ভিডিওটি পোস্ট করেন।