লোকসভা ভোটের পুনর্নির্বাচন চলছে সোমবার। বারাসত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের দু’টি বুথে রিপোলের কথা ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই মত সোমবার সকাল ৭টা থেকে সেখানে ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বারাসাত লোকসভা কেন্দ্রের দেগঙ্গা বিধানসভার অন্তর্গত ৬১ নম্বর কদম্বগাছি সর্দার পাড়ার একটি এবং দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর লোকসভার কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত ২৬ নম্বর আড্ডিরমহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠ বুথে আজ পুনর্নির্বাচন হচ্ছে।