অর্থনীতি দেশ ব্রেকিং নিউজ

RBI: অপরিবর্তিত রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট

ফের অপরিবর্তিত রইল রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ জানান, ‘ভারতীয় অর্থনীতি ধীরে ধীরে শক্তিশালী এবং স্থিতিশীল হচ্ছে। এই পরিস্থিতিতে মনিটারি পলিসি কমিটি রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।’ আপাতত ৬.৫০ শতাংশেই তিন মাস রেপো রেট স্থির রাখা হয়েছে। একইসঙ্গে রিভার্স রেপো রেট-ও অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে এই মুহূর্তে বাড়ি-গাড়িতে ইএমআই বাড়ার সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। সেইসঙ্গে রেপো রেট অপরিবর্তিত থাকার ফলে ব্যাঙ্কের সুদের হারও অপরিবর্তিত থাকবে বলেই জানা গিয়েছে। এই নিয়ে তৃতীয়বার রেপো রেট অপরিবর্তিত রাখা হল।

এদিন মনিটারি পলিসি কমিটির ৬ জন সদস্যের মধ্যে ৫ জনই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও আর্থিক বৃদ্ধির উপরই জোর দিয়েছে। কার্যত সেকারণেই মনিটারি পলিসি কমিটি স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট ৬.২৫ শতাংশে, রেপো রেট ৬.৫০ শতাংশে, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট ও ব্যাঙ্ক রেট ৬.৭৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে যতবার আরবিআই রেপো রেট বৃদ্ধি করেছে, ঠিক ততবারই লোনের উপর সুদের হার বৃদ্ধি করেছে ব্যাঙ্কগুলি। যার ফলে স্বাভাবিক ভাবেই বেড়েছে ইএমআই।

তবে,এবার রেপো রেট অপরিবর্তিত রাখায় মধ্যবিত্তের পকেটের চাপ কিছুটা কমল বলেই মনে করা হচ্ছে। এর আগে মূল্যবৃদ্ধি এবং আর্থিক মন্দা, এই দুয়ের সাঁড়াশি চাপের জেরে ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যার কারণে সেসময় রেপো রেটের হার বেড়ে হয়েছিল ৫.৯০ শতাংশ। প্রসঙ্গত,রেপো রেট হল একটি নির্দিষ্ট সুদের হার। যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের ব্যাঙ্কগুলোকে টাকা ধার বা ঋণ দেয়। অন্যদিকে যে সুদের হারে ব্যাঙ্কগুলো আবার আরবিআই-কে ঋণ দেয় তাকে বলে রিভার্স রেপো রেট।