RBI has decreased repo rate. An estimated Rs 50,000 crore financial package has been announced by RBI for small and medium industry.
অর্থনীতি ব্রেকিং নিউজ

প্যাকেজ ঘোষণা করল আরবিআই

ফের একবার‌ রিভার্স রেপো রেট কমাল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। বৃহস্পতিবারই দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে অর্থমন্ত্রীকে। তার পরই শুক্রবার জি–২০ দেশগুলির মধ্যে ভারতের বৃদ্ধির হার সবচেয়ে বেশি বলে সাংবাদিক বৈঠকে জানালেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। পাশাপাশি করোনার সঙ্গে যুঝতে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করলেন তিনি। যদিও লকডাউনের মেয়াদ বৃদ্ধির ফলে অর্থনীতির বহর বাড়া দূর অস্ত, বরং নজিরবিহীন পতনের আশঙ্কা করেছেন অর্থনীতির বিশেষজ্ঞরা।
ভারতে এই মুহূর্তে আর্থিক বৃদ্ধির হারনিয়ে তিনি বলেন, ‘‌এই মুহূর্তে ভারতের সম্ভাব্য আর্থিক বৃদ্ধির হার ১.৯ শতাংশ। তবে ২০২১–২২ অর্থবর্ষে বৃদ্ধির সম্ভাব্য হার ৭.৪ শতাংশ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য আপাতত ৫০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ দেওয়া হচ্ছে। পরিস্থিতি বিচারে টাকার পরিমাণ বাড়তে পারে। দেশের ব্যাঙ্কগুলিতে নগদের জোগান বাড়ানো হয়েছে। জিডিপির ৩.২ শতাংশ নগদের জোগান দেওয়া হয়েছে।’‌
শুক্রবার রিভার্স রেপো রেটকে ০.২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেন শক্তিকান্ত দাস। ফলে সেটা এখন ৪ থেকে কমে ৩.৭৫ বেসিস পয়েন্ট হয়েছে। তবে রেপো রেট অপরিবর্তিত থাকছে বলেই জানান তিনি। আবাসন শিল্পে ১০ হাজার কোটি টাকার প্যাকেজেরও ঘোষণা করা হয়। করোনাভাইরাসের জেরে লকডাউনের মধ্যেই এই নিয়ে দ্বিতীয়বার সাংবাদিক বৈঠক করলেন শক্তিকান্ত দাস। সেখানে তিনি জানান, দেশের বিভিন্ন প্রান্তে আরবিআইয়ের প্রায় ১৫০ কর্মী কোয়ারেন্টাইনে রয়েছেন।