দেশ ব্রেকিং নিউজ

ভূমিপুজোয় বাদ গেলেন রবিশঙ্কর

আজ রাম মন্দিরের ভূমিপুজো। তাই অযোধ্যায় উপস্থিত রয়েছেন বিজেপি, আরএসএসের হেভিওয়েট নেতৃত্ব। তবে সেই ১৭৫ জনের নিমন্ত্রিতের তালিকায় তিনি স্থান পাননি। আসলে কাজ ফুরিয়ে গেলে কেউ কাউকে চেনে না তা এখানেও দেখা গেল। এই মামলায় আদালতের নিযুক্ত অন্যতম মধ্যস্থতাকারীরই নাম নেই আমন্ত্রিতদের তালিকায়। আমন্ত্রণপত্রে নাম নেই শ্রী শ্রী রবিশঙ্করের। তিনি বাদ পড়েছেন ভূমিপুজো প্রত্যক্ষ করা থেকে।
জানা গিয়েছে, বিতর্কিত জমি বিবাদের নিষ্পত্তি করতে ২০১৭ সালে আলোচনার প্রচেষ্টা চালিয়েছিলেন রবিশঙ্কর। তারপর ২০১৯ সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করেন। তৈরি হয় ৩ সদস্যের মধ্যস্ততাকারী প্যানেল। এই প্যানেলে ছিলেন হিন্দু ও মুসলিম, দুই ধর্মের জনপ্রিয় ও অভিজ্ঞ প্রতিনিধিরা। তাঁদের মধ্যে একজন ছিলেন রবিশঙ্কর।
এই রবিশঙ্কর ও তাঁর প্যানেল জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তিতে দুই পক্ষকে এক টেবিলে আনার গুরুত্বপূর্ণ প্রচেষ্টা করেন। কিন্তু অযোধ্যা ও রামমন্দিরের সঙ্গে যে তাঁদের নাম চিরকালের জন্য ইতিহাসের পাতায় লেখা থাকবে তা বলাই যায়। অথচ আমন্ত্রণই পাঠানো হল না অন্যতম মধ্যস্থতাকারী রবিশঙ্করকে। তবে শুধু তিনি একা নন। এই আমন্ত্রিতদের তালিকায় নেই লালকৃষ্ণ আদবাণী এবং মুরলী মনোহর জোশীর মতো প্রবাদপ্রতিম বিজেপি নেতৃত্ব। যাঁদের সঙ্গে অযোধ্যার নাম ওতপ্রোতভাবে জড়িত। নেই উমা ভারতীও। তাহলে কী এর মধ্যে কোনও রাজনৈতিক অভিসন্ধি আছে?‌ উঠছে প্রশ্ন।