বিশ্বের অন্যতম সেরা কুস্তিগীরের বিরুদ্ধে সোনার লড়াইয়ে নেমেছিলেন ভারতের রবি দাহিয়া। তবে আশা জাগিয়েও পুরুষদের কুস্তিতে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। ভারতের ঝুলিতে আরও একটি রুপো এল, সোনা এখনও অধরা।
বৃহস্পতিবার রাশিয়ার জাভুর উগুয়েভের বিরুদ্ধে নেমেছিলেন ভারতের রবি। শুরুতে জাভুর এগিয়ে গেলেও পাল্টা লড়াইয়ে ফিরে এসেছিলেন তিনি। তবে প্রথম রাউন্ডের শেষে ২-৪ পয়েন্টে এগিয়ে যায় রাশিয়ার কুস্তিগীর। খেলার দ্বিতীয় রাউন্ডে ভুল কৌশলে ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকে রবি। পরে কিছুটা লড়াই ফিরিয়ে দিয়ে ফল ৪-৭ করে দেন। তবে জিততে পারেননি রবি দাহিয়া। রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।
You must be logged in to post a comment.