আন্তর্জাতিক

রাউল কাস্ত্রো অবসর নিলেন

অবশেষে সরে দাঁড়ানোর ঘোষণা। কিউবার কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করলেন রাউল কাস্ত্রো। আর এই ঘোষণার মধ্য দিয়ে দাদা ফিদেল কাস্ত্রো ও ভাই রাউল কাস্ত্রোর ছ’‌দশকের শাসনের অবসান ঘটল। শুক্রবার দলীয় কংগ্রেসে তরুণ নেতৃত্বের কাছে এই ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন রাউল।
তাঁর ৮৯ বছর বয়সী রাউল চার দিনের দলীয় কংগ্রেসের প্রথম দিনের ভাষণেই কমিউনিস্ট পার্টির নেতৃত্ব এবার নতুন প্রজন্মের হাতে ছেড়ে দেওয়ার ঘোষণা করেন। ভাষণে রাউল জানান, তাঁর আশা নবীন নেতৃত্ব সাম্রাজ্যবাদ–বিরোধী চেতনায় দলকে এগিয়ে নিয়ে যাবে এবং দলীয় আদর্শের প্রতি অনুগত থাকবে। রাউল বলেন, ‘‌এখন থেকে নবীন নেতৃত্বই দলকে নেতৃত্ব দেবে।’‌
উল্লেখ্য, ৬০ বছর বয়সী মিগুয়েল দিয়াজ-ক্যানেলের কাছে ২০১৮ সালে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর করেছিলেন রাউল। মিগুয়েলই এবার কমিউনিস্ট পার্টিকে নেতৃত্ব দেবেন। তবে রাউল কাস্ত্রোর বিদায়ে যে নেতারা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আসছেন বলে শোনা যাচ্ছে, তাঁরা কিউবার বিপ্লবের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। এবং এই নেতারা এমন একটা সময়ে নেতৃত্বে আসছেন যখন কিউবা তাদের দেশের ইতিহাসের প্রেক্ষিতে সব চেয়ে জটিল এক অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে চলেছে।