রাজ্য লিড নিউজ

Ration Scam: ED কে ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা সেনগুপ্ত

রেশন দুর্নীতি মামলায় এবার ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ইতিমধ্যেই ব্যাঙ্কের লেনদেনের তথ্যর উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে পরপর দু’বার তলব করেছিলেন ইডির আধিকারিকরা। ইডির তলবে সাড়া দিয়ে গত ১৯ জুন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন ঋতুপর্ণা।

সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের সময়ই ৭০ লক্ষ টাকা ফেরত দেওয়ার কথা জানান ঋতুপর্ণা সেনগুপ্ত। এই টাকা রেশন বন্টন দুর্নীতির এক অভিযুক্তর মাধ্যমে অভিনেত্রীর অ্যাকাউন্টে এসেছিল এমনই ধারণা আধিকারিকদের।

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় গত মাসেই ঋতুপর্ণাকে সমন পাঠানো হয়েছিল। সেই সময় মেল মারফত অভিনেত্রী জানিয়েছিলেন, বিদেশে থাকার কারণে তাঁর পক্ষে দেখা করা সম্ভব হচ্ছে না। এরপর দেশে ফিরেই তিনি ইডি কর্তাদের সঙ্গে দেখা করলেন।

ইডির দাবি, অভিনেত্রী ছাড়াও রেশন বন্টন দুর্নীতির তদন্তে ক্রমে একের পর এক নাম উঠে এসেছে। তাঁদের সঙ্গে এই মামলায় অভিযুক্তদের মধ্যে কয়েকজনের সঙ্গে বিপুল টাকার লেনদেন হয়েছে।