রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের ইডির তলব এড়ালেন সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। বুধবার সকাল ১১টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে শাহজাহানের হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি হাজিরা দেননি। এবার শাহজাহানের বিরুদ্ধে কী পদক্ষেপ করবে ইডি? এখন সেটাই দেখার বিষয়।
আইনজীবীদের মতে, যেহেতু শাহজাহানের বিরুদ্ধে ইতিমধ্যেই লুক আউট নোটিস জারি করা হয়েছে, তাই তিনি হাজিরা দিলে ইডির হাতে গ্রেফতার হতে পারেন। ইডির সূত্রে জানা গিয়েছে, শাহজাহান যদি একেবারেই তলবে সাড়া না দেন, তবে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। ইতিমধ্যেই ইডির তরফে শাহজাহান ও তাঁর পরিবারের লোকেদের সম্পত্তির খতিয়ান নেওয়া শুরু হয়েছে। তৃণমূল নেতা এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির একটি তালিকাও তৈরি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এর আগে অন্তরাল থেকেই আগাম জামিনের আর্জি নিয়ে একের পর এক আদালতে হাজির হন তৃণমূল নেতা শাহজাহানের আইনজীবী। শাহজাহান কোথায় আছেন, তা এখনও অজানা। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল ইডি। পুলিশও এখনও পর্যন্ত তাঁকে খুঁজে বের করতে পারেনি।