ব্রেকিং নিউজ রাজ্য

নতুন বছরের শুরুতেই ‘অনির্দিষ্টকালের’ রেশন ধর্মঘটের হুঁশিয়ারি রেশন ডিলারদের

রেশন ধর্মঘটের সিদ্ধান্ত রেশন ডিলারদের। একাধিক দাবিতে ২০২৪ সালের প্রথম দিন থেকেই লাগাতার রেশন ধর্মঘটে যেতে চলেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার অ্যাসোসিয়েশন। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেশন বনধ্-এর দাবি করেছেন রেশন ডিলাররা। এই রেশন ধর্মঘটের ফলে ভোগান্তির মুখে পড়বেন দেশের ৮০ কোটি ৩৫ লক্ষ রেশন উপভোক্তা।

জানা গিয়েছে, ২০২৪-এর ২ জানুয়ারি থেকে সেই বনধ্ শুরু হবে। তার আগে আজ শুক্রবার ধর্মতলায় খাদ্য ভবনের সামনে সকাল ১১টা ধরনা শুরু করেছেন রেশন ডিলাররা। বিকাল ৪টে পর্যন্ত এই কর্মসূচি চলবে।

পাশাপাশি ১৬ জানুয়ারি মঙ্গলবার দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের সমাবেশও রয়েছে। প্রায় ৫ লক্ষ ৩৮ হাজার রেশন দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ডিলাররা। তাঁদের দাবি একটাই অগ্রিম কমিশন। তা না মানা হলে ধর্মঘট চলবে বলেই হুঁশিয়ারি রেশন ডিলারদের। যদিও রেশন ডিলারদের কোনও সুপারিশ কার্যকর করেনি কেন্দ্রীয় সরকার। ই–পস মেশিনের স্টক নিয়ে নানা সমস্যা রয়েছে বলেও অভিযোগ। প্রত্যেক মাসের শুরুতে বরাদ্দ তালিকা ই–পস পদ্ধতিতে তালিকা আকারে প্রকাশ করা হচ্ছে। অথচ তা ডিলারের কাছে পৌঁছতেই পারছে না। এই নিয়ে টানাপোড়েন চলছে। কারণ যে তালিকা প্রকাশ হচ্ছে, তাতে বিস্তর গড়মিল আছে। এই সমস্যা নিয়ে বারবার বললেও কোনও সুরাহা মেলেনি বলেই অভিযোগ।