রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণের কাজ চলছে। তাতে অসংখ্য মৃত ব্যক্তির রেশন কার্ডের সন্ধান মিলেছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৪০ হাজার মৃত গ্রাহকের নাম বাদ যেতে চলেছে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। যার বাইরেও আরও কিছু সংখ্যক এমন গ্রাহকের খোঁজ পাওয়া গিয়েছে। কিন্তু নাম বাদ দেওয়ার উপযুক্ত তথ্য প্রমাণ এখনও না পাওয়ায় সেইগুলি নিয়ে আপাতত ধীরে চলো নীতি নেওয়া হয়েছে।
রেশন কার্ড–আধার সংযোগের কাজের সঙ্গেই মৃত রেশন কার্ড গ্রাহকদের চিহ্নিত করে বের করারও নির্দেশ দিয়েছিল খাদ্যদপ্তর। তবে একেবারে সঠিক এবং উপযুক্ত নথি হাতে পাওয়ার পরই নাম বাদ দিতে পারবেন আধিকারিকরা, এমন বার্তাও দেওয়া হয়। তাই অতি সতর্কতার সঙ্গে এই কাজ শুরু হয়। জেলার ১৩৫০ এর বেশি রেশন দোকানের রেজিস্টার থেকে নেওয়া তথ্য অনুযায়ী ক্যানিং মহকুমা (প্রায় ১১ হাজার) এলাকায় সব থেকে বেশি মৃত গ্রাহকের নাম বাদ যেতে চলেছে।
জেলা সূত্রে খবর, এখনও পর্যন্ত ১০ হাজারের বেশি মৃত রেশন কার্ড গ্রাহকের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে শুধু কাকদ্বীপ মহকুমায় সাত হাজারের বেশি নাম বাদ দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে।
তবে এখনও কিছু গ্রাম পঞ্চায়েত এবং রেশন দোকান থেকে এই সংক্রান্ত তথ্য আসা বাকি আছে। তবে এখনও যেসব নাম বাদ দেওয়া নিয়ে সংশয় রয়েছে, সেগুলির উপযুক্ত নথি পাওয়ার অপেক্ষা করতে হচ্ছে, পরে যাতে কেউ প্রশ্ন না তুলতে পারে। তবে এই নাম বাদ দেওয়ার প্রক্রিয়া প্রতিনিয়ত করা হলে, এই সংখ্যা আরও কম হতো বলেই মনে করছেন জেলার কর্তারা।