চলতি মাস থেকে চালু হয়ে যাচ্ছে দুয়ারে রেশন প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে চালু হবে দুয়ারে রেশন।
ইতিমধ্যেই খাদ্য ও বন্টন বিভাগ কাজ শুরু করে দিয়েছে। দুয়ারে রেশন নিয়ে আপত্তি জানিয়ে বারবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডিলারদের একাংশ। তাদের আবেদন নাকচ করে দিয়েছে আদালত।
আগামিকাল, বুধবার এই সংক্রান্ত আলোচনা করতে রেশন ডিলারদের সঙ্গে বৈঠকে বসবেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।
জয়েন্ট ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, ‘যারা শারীরিক ভাবে অক্ষম তাদের রেশন দিতেই আমরা বাড়িতে যাব।’ যদিও রাজ্য সকলের দুয়ারেই রেশন দিতে আগ্রহী। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই চালু হওয়ার কথা দুয়ারে রেশন প্রকল্প।
তবে বেশ কিছু বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি বলেই জানাচ্ছেন রেশন ডিলারদের সংগঠন। সরকার নোটিফিকেশন জারি করে সব জানিয়ে দিয়েছে। মানুষের ঘরে ঘরে রেশন নিয়ে যাওয়ার জন্যে দরকার গাড়ি। আর এই গাড়ি কেনার জন্যে অর্থ কে দেবে, তা নিয়ে চিন্তায় রেশন ডিলাররা।
You must be logged in to post a comment.