রেশন নিয়ে দুর্নীতি ঠেকাতে প্রতি চারটি রেশন দোকান পিছু একজন করে পর্যবেক্ষক থাকবেন। কারণ এখনও পর্যন্ত ২৫ জন রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। লকডাউন উঠলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বাতিল করা হতে পারে লাইসেন্সও। এদিন এই পদক্ষেপের কথা জানালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
লকডাউনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গণবন্টন ব্যবস্থা। অভিযোগ, কোথাও রেশন ডিলাররা নানা কারণ দেখিয়ে দোকান খুলছেন না। কোথাও কর্মী আসতে পারছেন না। কোথাও আবার স্টক তোলার মতো গাড়ি বা স্থানীয় শ্রমিক পাওয়া যাচ্ছে না। কোথাও আবার রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগও সামনে এসেছে।
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, চারটি রেশন দোকান পিছু এবার থেকে খাদ্য দপ্তরের একজন করে পর্যবেক্ষক থাকবেন। রোজ রেশন দোকান খোলা থাকবে। এপ্রিলের ৯০ শতাংশ রেশন সামগ্রী ইতিমধ্যেই ডিলারদের দিয়ে দেওয়া হয়েছে। মে মাসের রেশন সামগ্রীও ডিলারদের ঘরে ঢুকে যাবে। ২৫ জন ডিলারের বিরূদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। লকডাউন উঠলেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রেশন নিয়ে যাবতীয় প্রশ্ন এবং অভিযোগের নিষ্পত্তির জন্য এদিন দুটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। ১৮০০৩৪৫৫৫০৫ এবং ১৯৬৭।