খেলাধুলা ব্রেকিং নিউজ

দ্বিতীয় ম্যাচেও হার বিরাট বাহিনীর

আবারও অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট বাহিনীর হার। ৫১ রানে আজ হেরে গেল দল। বোলিংয়ে ভারতীয় দলের ভরাডুবি। স্মিথ, ফিঞ্চরা ৩ ম্যাচের সিরিজ ২-০ তে জিতে, পরের ম্যাচ ভারতের কাছে কার্যত নিয়মরক্ষা হয়ে দাঁড়ালো। রানের পাহাড়ের বিপক্ষে খেলতে নেমে ভারতীয় দল একের পর এক উইকেট হারাতে থাকে। তরুণ ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার ৩৬ বলে ৩৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর অধিনায়ক বিরাট কোহলি লড়াই চালালেও, ৮৭ বলে ৮৯ রান করে মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি মিস করে মাঠ ছাড়েন। পাশাপাশি লোকেশ রাহুলের লড়াকু ইনিংসেও হলো না শেষ রক্ষা। রাহুল করেন ৬৬ বলে ৭৬ রান। অজিদের বোলিংয়ের কাছে ভারতীয় দলের কার্যত আত্মসমর্পণ। অজি বোলার প্যাট কামিন্স ৩ টি, হাজেলউড ২টি ,আড্যাম জাম্পা ২টি এবং ম্যাক্সওয়েল ও হেনরিকস যথাক্রমে ১ টি করে উইকেট দখল করেন।

আজ সিডনিতে টসে জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। দুই ওপেনার ফিঞ্চ-ওয়ার্নার ইনিংসের শুরুটা দুর্দান্ত করেন। ওপেনিং জুটিতে ১৪২ রান যোগ হয়। ওয়ার্নার ৮৩ ও ফিঞ্চ ৬০ রান করেন। এরপর তিন নম্বরে নেমে স্মিথ শতরান করে দলকে ভালো জায়গায় দাঁড় করিয়ে দিয়ে যান। তাঁর ৬৪ বলে ১০৪ রানের ইনিংসে ছিল। প্রথম ম্যাচেও তিনি শতরান করেছিলেন।
স্মিথ ফিরে যাওয়ার পর শেষদিকে গ্লেন ম্যাক্সওয়েল ও মার্নাস লাবুশেন অস্ট্রেলিয়ার ইনিংসের হাল ধরেন। তাঁরা দলকে রানের পাহাড়ে নিয়ে যান। লাবুশেন শেষপর্যন্ত ৭০ রান করে আউট হন। তবে ম্যাক্সওয়েল ২৯ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন। ভারতের কোনও বোলারই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি।