দেশ ব্রেকিং নিউজ

ভারতরত্ন নিয়ে বার্তা টাটা’‌র

তাঁকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি জানানো বন্ধ করা হোক। এই আর্জি জানালেন টাটা গ্রুপের চেয়ারম্যান এমিরেটাস রতন টাটা। শুক্রবার থেকে টুইটারে ট্রেন্ডিং হয়ে গিয়েছে হ্যাশট্যাগ ভারতরত্ন ফর রতন টাটা। তা নিয়ে শোরগোল পড়ে যায়। বাধ্য হয়ে নেটিজেনদের কাছে অশীতিপর শিল্পপতির অনুরোধ, এমন দাবি জানানোর দরকার নেই। তিনি যে ভারতীয় হিসেবে দেশের উন্নতি ও সমৃদ্ধির পথে একজন অংশীদার হতে পেরেছেন তার জন্য গর্বিত, তাও জানিয়ে দেন।
মোটিভেশনাল স্পিকার ড. বিবেক ভিন্দ্রা টুইটারে দাবি করেন, দেশের প্রতি অবদানের জন্য রতন টাটাকে সর্বোচ্চ অসামরিক পুরস্কার ‘ভারতরত্ন’ দেওয়া উচিত। এই দাবি জানিয়ে তিনি হ্যাশট্যাগ লাগিয়ে দেন। রাতারাতি সেটি ট্রেন্ডিং হয়ে যায়। বহু নেটিজেন এতে সমর্থন করেন। এরপর রতন টাটা টুইট করে আর্জি জানান, এমন দাবি তোলা বন্ধ করুন নেটিজেনরা। তিনি লেখেন, একটি পুরষ্কারের দাবিতে সোশ্যাল মিডিয়ার একাংশের আবেগকে আমি সম্মান জানাচ্ছি। আমার বিনীত অনুরোধ, এই ধরনের প্রচার বন্ধ হোক।’‌
উল্লেখ্য, কেবল বিখ্যাত শিল্পপতিই নন, সমাজসেবী হিসেবেও রতন টাটা রীতিমতো জনপ্রিয়। মাসখানেক আগেই টাটা সন্স গোষ্ঠীর এক অসুস্থ প্রাক্তন কর্মচারীর বাড়িতে চলে যেতে দেখা গিয়েছিল তাঁকে। রতন টাটার মানবদরদী চেহারার পরিচয় পেয়ে আপ্লুত হয়েছিল নেটিজেনরা। মার্চ মাসে অতিমারীর মোকাবিলায় তাঁর সংস্থা টাটা ট্রাস্টের পক্ষ থেকে ৫০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়। পরে আরও ১ হাজার কোটি টাকার অনুদানের কথা ঘোষণা করেন তিনি। সব মিলিয়ে অঙ্কটা দাঁড়ায় দেড় হাজার কোটি টাকা। কিন্তু তারপরও ভারতরত্ন চান না।