গরমে বাইরে বেরোলেই দেখা র্যাশ, ব্রণ বা ত্বকের অন্যান্য সমস্যা। এই সমস্যা থেকে রেহাই পেতে যদি নানান রকম প্রোডাক্ট ব্যবহার করেন তাহলে হয়তো আরও বেশি সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। প্রকৃতির দান চন্দন এমন একটি মুল্যবান সম্পদ যেটি নির্মূল করে এই নানান ত্বকজনিত সমস্যা।
• শুষ্ক ত্বকের যত্ন নিন চন্দনের দ্বারাঃ
তিন চা চামচ গুঁড়ো দুধ, তিন চা চামচ চন্দন তেল ও এক চা চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই প্যাক মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। চন্দন তেল ও গুঁড়ো দুধ ত্বকে পুষ্টি জোগায়। গোলাপজল ভাল টোনার হিসেবে কাজ করে। প্রতি দিন এটা মেনে চললে শুষ্ক ত্বকের সমস্যা থেকে রেহাই পাবেন।
• চোখের কালি নির্মূল করুন চন্দনের দ্বারাঃ
চোখের কালি তুলতে চন্দনের থেকে ভাল কিছু হতে পারে না। চন্দন গুঁড়ো ও গোলাপজলের পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট চোখের কোলে লাগিয়ে রাতে ঘুমোতে যান। সকালে উঠে জল দিয়ে ধুয়ে নিন। এটা কিছু দিন করলেই চোখের কোলের কালি দূর হবে।
• ত্বকের তৈলাক্তভাব দুর করতে ব্যবহার করুন চন্দনঃ
এক টেবিল চামচ চন্দন গুঁড়ো, এক টেবিল চামচ মুলতানি মাটি পরিমাণ মতো গোলাপজলের সঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক সারা মুখে লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিট রাখুন। জল দিয়ে ধুয়ে ফেলুন।